অতঃপর এখানে আপনার "NID" সংক্রান্ত সকল তথ্য সঠিকভাবে পূরণ করে "সাবমিট করুন" অপশনটি সিলেক্ট করুন
জাতীয় পরিচয়পত্রের ছবি আপলোড করার জন্য নিম্নে "+" চিহ্নিত অপশনে ট্যাপ করুন। এরপর ক্যামেরা সিলেক্ট করে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে আপলোড করুন অথবা ফাইল অপশন সিলেক্ট করে আপনার ফোনের গ্যালারি থেকে NID এর ছবি আপলোড করুন।
এরপর ২৪ থেকে ৪৮ ঘন্টার মাঝে আপনার NID যাচাই হয়ে গেলে আপনি যদি সঠিক NID ও তথ্য দিয়ে থাকেন তাহলে অ্যাপের "NID" অপশনে গেলে এনআইডি স্ট্যাটাস: Approved দেখাবে এবং 09638XXXXXX সিরিজের একটি নিজস্ব ব্রিলিয়ান্ট নাম্বার পাবেন। ব্রিলিয়ান্ট নাম্বার পেয়ে গেলেই আপনার ব্রিলিয়ান্ট আউট কল করার জন্য অ্যাপ তৈরি। এরপর ব্রিলিয়ান্ট একাউন্ট রিচার্জ করুন এবং দেশ বিদেশের যেকোনো ফোন নাম্বারে কল করুন।
যদি আপনার NID ও প্রদত্ত তথ্য সঠিক না হয় কিংবা ভুল হয় তবে অ্যাপের "NID" অপশনে গেলে এনআইডি স্ট্যাটাস: Rejected দেখাবে। এক্ষেত্রে আপনাকে পুনরায় সঠিক তথ্য ও NID দিতে হবে।